নিউজবাংলা: ১১ আগস্ট, মঙ্গলবার:
ঢাকা: মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা উড়িয়ে দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যথাসময়ে নির্বাচন দেবেন।

মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সৈয়দ আশরাফ বলেন, বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক বলে কোনো কিছু নেই। তাই তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার কোনো সুযোগ নেই। সম্ভাবনা নেই মধ্যবর্তী নির্বাচনেরও। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ ভালো চলছে। শেখ হাসিনা যথাসময়ে নির্বাচন দেবেন।

খালেদা জিয়ার জন্মদিন পালন বিষয়ে তিনি বলেন, কারও জন্মদিন ১৫ আগস্ট হতেই পারে। তবে জন্মদিনের আনন্দ উদযাপন পরের দিনও করা যায়।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কর্ম কমিশনের সদস্য অধ্যাপক শরীফ এনামুল কবির। প্রবন্ধের উপর আলোচনা করেন সৈয়দ আশরাফুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় পরিষদের সদস্য এনামুল হক শামীম, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, বাংলাদেশ ছাত্রলীগ জাবি শাখার সভাপতি মাহমুদুর রহমান, সাধারণ সম্পাদক রাজিব আহমেদ প্রমুখ।
নিউজবাংলা/একে