চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১০৬
            
            
              
নিউজবাংলা: ১৩ আগস্ট,বৃহস্পতিবার:
              
চট্টগ্রাম: চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের দুই কর্মীসহ ১০৬ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।
              
              
              বুধবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
              
              চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ) নাঈমুল হাসান জানান, বুধবার রাতভর জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের দুই কর্মীসহ মোট ১০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
              
              এদের মধ্যে নিয়মিত মামলার ১৬ জন এবং ওয়ারেন্টভুক্ত ৮৭ জন আসামি রয়েছেন। অভিযানের সময় ৭০ কেজি চোলাই মদও উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
              
              গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।
              
              নিউজবাংলা/একে