৭ সন্ত্রাসীর প্রাণদণ্ডাদেশ অনুমোদন করলেন পাক সেনাপ্রধান
নিউজবাংলা: ১৪আগস্ট,শুক্রবার:
ঢাকা: পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরীফ আজ(বৃহস্পতিবার) দেশটির সাত কট্টর সন্ত্রাসীর প্রাণদণ্ডাদেশ অনুমোদন করেছেন।
এ সাত সন্ত্রাসী পেশোয়ারের আর্মি পাবলিক স্কুল এবং করাচির সাফুরা গোথের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। পাক সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ আইএসপিআর’এর এক বিবৃতিতে এসব জানানো হয়েছে। এ ছাড়া এক আসামীকে যাবজ্জীবন কারাদণ্ডও দেয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। খবর রেডিও তেহরান ।
পাকিস্তানের সুপ্রিম কোর্ট দেশটির সন্ত্রাসীদের বিচারে দেশটির সামরিক আদালত গঠনকে বৈধতা দেয়ার পর এই প্রথম প্রাণদণ্ডাদেশের অনুমোদন দেয়া হল। অবশ্য দণ্ডাদেশ পাওয়া আসামীদের আপিলের অধিকার থাকবে বলে আইএসপিআর’এর বিবৃতিতে বলা হয়েছে।
নিউজবাংলা/একে