ঢাকা: অস্ট্রেলিয়ার সাবেক বাঁ-হাতি ওপেনার আর্থার মরিস ৯৩ বছর বয়সে মারা গেছেন। ১৯৪৮ সালের অ্যাশেজ সিরিজে তিনি ছিলেন সবচেয়ে বেশি রান স্কোরার। ৫ ম্যাচে তিনি মোট ৬৯৬ রান করেছিলেন। এর মধ্যে ছিলো ৩টি সেঞ্চুরি ও ৩টি হাফ সেঞ্চুরি।
এতদিন আর্থার মরিস ছিলেন অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি বয়সী টেস্ট ক্রিকেটার। ১৯৪৮ সালের ওই টেস্ট স্কোয়াডের মধ্যে এখন শুধু বেঁেচ আছেন নেইল হার্ভে। ৮৬ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার এখন অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার।
১৯৪৬ সালে গাব্বায় হোম অ্যাশেজ সিরিজে অভিষেক হয়েছিলো আর্থার মরিসের। তিনি ক্যারিয়ারের শেষ টেস্ট খেলেন ১৯৫৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
ক্যারিয়ারে মোট ৪৬টি টেস্ট খেলে তিনি রান করেছেন ৩৫৩৩। এর মধ্যে রয়েছে ১২টি সেঞ্চুরি ও ১২টি হাফ সেঞ্চুরি। তিনি দুইবার অস্ট্রেলিয়া দলের অধিনায়ক ছিলেন। ২০০০ সালে অস্ট্রেলিয়ার ‘টিম অব দ্য সেঞ্চুরি’ তে জায়গা পেয়েছিলেন তিনি।
ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ওয়ালি এডওয়ার্ডস বলেছেন, আর্থার মরিস একজন বড় মাপের মানুষ ছিলেন। যখন অস্ট্রেলিয়ার সেরা ওপেনারদের নিয়ে আলোচনা হবে তখন তার নাম সর্বদাই আগে আসবে।