রাজবাড়ি: জেলার গোয়ালন্দে দৌলতদিয়া-খুলনা মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৩০ জন।
রবিবার দুপুরে দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এক বাসযাত্রীর পরিচয় পাওয়া যায়নি। অন্যরা হলেন—জেলাইন বাসের চালক আসাদুজ্জামান (৪২), লোকাল বাসটির চালক জাকির হোসেন (৩৭) ও বাসযাত্রী আবদুল আজিজ মোল্লা (৬০)। আহতদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, পৌনে ১২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী জেলাইন পরিবহনের একটি বাসের সঙ্গে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা দৌলতদিয়াগামী একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িই দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই ওই চারজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাসির উল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।