নিউজবাংলা: ২৩আগষ্ট,রোববার:
ঢাকা: চীনে এক ব্যক্তি তার স্ত্রীসহ নয়জনকে ছুরিকাঘাত করে হত্যা করেছে। এছাড়া তার ছুরির আঘাতে আরও চারজন আহত হয়েছেন। শনিবার দেশটির হুনান প্রদেশে এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে দেশটির সরকারি গণমাধ্যম সিনহুয়া এ খবর দিয়েছে। তবে স্ত্রী ছাড়া অন্য হতাহতদের কোনো পরিচয় উল্লেখ করা হয়নি। তাছাড়া হত্যাকাণ্ডের কোনো কারণও উল্লেখ করা হয়নি।
খবরে বলা হয়েছে, হুনান প্রদেশের লংশান জেলায় শনিবার বেলা ১টার দিকে ওই ঘটনা ঘটে। ঘাতকের উপনাম ওয়াং। দীর্ঘদিন থেকে তার স্ত্রীর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। হত্যাকাণ্ড ঘটিয়ে সে নিবিঘ্নে পালিয়ে গেছে। স্থানীয় পুলিশ তাকে আটকের চেষ্টা চালাচ্ছে।