ঢাকা: ভারতের শহুরে ছেলে-মেয়েরা আগের তুলনায় অনেক কম বয়সেই যৌনতায় লিপ্ত হচ্ছে। শুধু তাই নয় আগের চেয়ে অনেক বেশি হারে যৌনতাবাহিত রোগেও আক্রান্ত হচ্ছে তারা। সম্প্রতি নতুন এক জরিপে এমনটাই দেখা গেছে। জরিপে ভারতের মহানগরীগুলোসহ মোট ২০টি শহরের ১৩ থেকে ১৯ বছর বয়সী ১৫ হাজার কিশোর-কিশোরীর সাক্ষাৎকার নেওয়া হয়। এতে দেখা গেছে প্রায় ৯ শতাংশ কিশোর-কিশোরী অন্তত একবার যৌনতাবাহিত রোগ-বালাইয়ে আক্রান্ত হওয়ার তথ্য দিয়েছে।
জরিপে উঠে এসেছে ছেলেরা মাত্র ১৩ দশমিক ৭২ বছর বয়সে এবং মেয়েরা ১৪ দশমিক ০৯ বছর বয়সে প্রথম যৌন সহবাসের অভিজ্ঞতা লাভ করে।
ভারতের জন্য এটা খুবই বড় ধরনের সতর্কতা সংকেত। মেডি অ্যাঙ্গেলস ডটকম এর ড. দেবরাজ শোমে জানান, এটা খুবই ভয়াবহ, কারণ আগের চেয়ে এসটিডি বা এইচআইভি ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দ্বিগুন। ২০১১-১২ সালে এরকম একটি জরিপ করেছিল ন্যাশনাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন বা নাকো। এবারের জরিপটি চালিয়েছে মেডি অ্যাঙ্গেলস ডটকম যেটি শহরভিত্তিক একটি ই-স্বাস্থ্য বিষয়ক কোম্পানী। এতে আর্থিকভাবে সহায়তা করেছে ইউনিয়ন ডিপার্টমেন্ট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।
জরিপে দেখা গেছে, ৬ দশমিক ৩ শতাংশ বালক এবং ১ দশমিক ৩ শতাংশ বালিকা ইতোমধ্যেই অন্তত একবার যৌনকর্মে লিপ্ত হয়েছে। বালকরা গড়ে ১৪ বছরে এবং মেয়েরা গড়ে ১৬ বছরে যৌনকর্মে লিপ্ত হয়।
এর আগে ২০০৬ সালে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে-৩ করা হয়। এতে দেখা যায়, তরুণরা মূলত ১৫ থেকে ২৪ বছর বয়সে বিয়ে বহির্ভুত যৌনতায় লিপ্ত হয়। পুরুষদের মাঝে বিয়ের আগে যৌনতায় লিপ্ত হওয়ার হার ছিল ১৫ থেকে ২২ শতাংশের মধ্যে। আর মেয়েদের মাঝে বিয়ের আগে যৌনতায় লিপ্ত হওয়ার হার ছিল ১ থেকে ৬ শতাংশের মধ্যে।
ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া (এফপিএআই) এর কর্মকর্তা অমিতা ধানু বলেন, ভারতের তরুণদের মাঝে যৌনতা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালানোর প্রবণতা বাড়ছে। কিশোররা যৌনতার রোমাঞ্চকর অভিজ্ঞতা পেতে চায়। অন্যদিকে, কিশোরীরা বিয়ের আগেই যৌনতা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে চায়। এর ফলে প্রেমিক বা ছেলে বন্ধুদের দ্বারা ‘ধর্ষিত’ বা জোরপূর্বক যৌনতায় লিপ্ত হতে বাধ্য হওয়ার মতো ঘটনার শিকার হওয়া সত্ত্বেও এখন আর মেয়েরা তেমন একটা অভিযোগ করতে চায় না। কিন্তু বিপদের কথা হল এই তরুণদের মাঝে গর্ভনিরোধক ব্যবহারের হার একদমই নেই বললেই চলে। এর ফলে অনাকাঙ্খিত গর্ভধারণ এবং যৌনতাবাহিত রোগ-বালাইয়ে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটছে অহরহ।
ছেলেরা এমনকি একাধিক মেয়ে বন্ধুর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের পাশাপাশি পতিতাতের সঙ্গেও যৌনতায় লিপ্ত হচ্ছে ব্যাপকহারে। মেয়েরাও বাছবিচার ছাড়াই একাধিক ছেলে বন্ধুর সঙ্গে যৌনতায় লিপ্ত হচ্ছে।