নিউজবাংলা: ২৪আগষ্ট, সোমবার:
সাদ্দাম হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
যে গ্রামটিতে প্রতিদিন কেউ না কেউ আটক হত সীমান্তের ওপারে গরু আনতে গিয়ে , প্রাণঘাতি মাদক চোরাচালান ছিল যাদের জীবনে ‘নির্দোষ জীবন ধারণের উপায়’ , ভারতে গিয়ে বিএসএফ’র হাতে আটক হওয়া যাদের জন্য ছিল নিত্যদিনের ঘটনা সেই তারাই আজ আলো জ্বেলেছেন রত্নাই সীমান্তে।