নিউজবাংলা: ২৪আগষ্ট, সোমবার:

 

এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি:

বানিয়াচঙ্গ উপজেলার ২ বছর প্রেম করে বিয়ের প্রালোভন দেখিয়ে এক যুবতীকে দীর্ঘদিন ধর্ষণ করার অভিযোগ উঠেছে।

 

গত মাসের ২৯ তারিখ বিকালে পালিয়ে বিয়ে করার কথা বলে ঐ কিশোরীকে নিয়ে যায় বানিয়াচঙ্গের কাজি মহল্লার আব্দুল আহাদের ছেলে জুলহাস। জুলহাস তাকে নিয়ে ৩/৪ দিন বিভিন্ন জায়গায় থেকে তাকে ধর্ষণ করে। পরে জুলহাস নিজেই তাকে নিয়ে বাড়ির কাছে এনে দিয়ে চলে যায়। তারপর জুলহাসের আর খোজ না পেয়ে মেয়েটি সব কথা তার মাকে বলে। পওে তার মা বাদী হয়ে বানিয়াচঙ্গ থানায় একটি জুলহাস সহ ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

পুুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বানিয়াচঙ্গের কাজি মহল্লার আব্দুল আহাদের ছেলে জুলহাস ওই মেয়েকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরে একই কথা বলে একাধিকবার ধর্ষণ করে। এখন আবার অস্বীকার করলে মেয়েটির মা বাদী হয়ে মামরা করেন। জুলহাস ঐ পরিবারকে মামলা না করার ও কাউকে কিছু না বলার জন্য ভয় দেখাচ্ছিল। বর্তমানে মামলা করার পরে বানিয়াচঙ্গ থানা পুলিশ জুলহাস ও তার মামা সাদিও মিয়াকে আটক করেছে।

নিউজবাংলা/একে