নিউজবাংলা: ২৪আগষ্ট, সোমবার:

রাঙামাটি সংবাদদাতা:

রাঙামাটি শহরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্র সহ দুই উপজাতীয় যুবককে আটক করেছে।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮টার সময় শহরের বনরূপার কাটা পাহাড় এলাকায় মোহাম্মদীয়া মার্কেটের দ্বিতলায় এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলো শহরের ১নং পাথর ঘাটার অশোক কুমার দেওয়ানের ছেলে প্রিয়তন দেওয়ান (৩২) ও গর্জনতলী এলাকার খেয়াং প্রু মারমার ছেলে লিটন মারমা (২৯)।

অভিযানের সময় পাশের একটি রুমে জুয়া খেলার সময় ১১ জুয়াড়ীকে আটক করে যৌথ বাহিনী। আটককৃতদের রাঙামাটি কোতয়ালী থানা হাজতে রাখা হয়েছে।

কোতয়ালী থানার ওসি তদন্ত রঞ্জন সামন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একটি পিস্তলসহ দুইজন ও জুয়া খেলার দায়ে ১১জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আলাদা দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজবাংলা/একে