নিউজবাংলা: ২৪আগষ্ট, সোমবার:

ঢাকা: সৌদি আরবের জিযান প্রদেশে ইয়েমেনের সেনাবাহিনীর আক্রমণে আগ্রাসী বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সৌদি আরবের বহু সামরিক যান ধ্বংস হয়ে গেছে। অভিযানে সেনাবাহিনীকে সহযোগিতা দিয়েছে জনপ্রিয় সংগঠন ‘আনসারুল্লাহ’। খবর রেডিও তেহরান।

 

ইয়েমেনের সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়েই সামরিক যান ও যুদ্ধ সরঞ্জাম রেখে সৌদি সেনারা পালিয়ে যায়। এছাড়া, জিযান প্রদেশের আল-খুবে এলাকাতেও আরেকটি সেনা বহরে সফল হামলা চালিয়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। সেখানেও সৌদি বাহিনীর ব্যাপক অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস হয়েছে। এছাড়া জিযানে একটি অস্ত্রাগারেও হামলা হয়েছে।

গত কয়েক দিনে ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ হুথি আন্দোলনের প্রতি অনুগত বাহিনী সৌদি আরবের দু’টি সামরিক হেলিকপ্টার ভূপাতিত করেছে।

 

 

নিউজবাংলা/একে