নিউজবাংলা: ২৪আগষ্ট, সোমবার:
ঢাকা: সিরিয়ার পালমিরা নগরের একটি প্রাচীন মন্দির গুড়িয়ে দিয়েছে ইসলামিক স্টেট আইএস জঙ্গিরা। দেশটির পুরাতত্ত্ব বিভাগের প্রধান মামুন আব্দুল কারিম জানিয়েছেন, বিস্ফোরণে মন্দিরটির বিখ্যাত কয়েকটি রোমান স্তম্ভও ধ্বংস হয়ে গেছে।খবর-বিবিসি’র।