নিউজবাংলা: ২৪আগষ্ট, সোমবার:

যশোর সংবাদদাতা:

যশোর:  যশোরের শার্শায় পলিথিনে মোড়ানো এক কন্যা শিশু উদ্ধার হয়েছে। রেশমা বেগম নামে স্থানীয় এক নারী  নবজাতক মেয়েটিকে ঘরে তুলে নিয়েছেন। এখন পুরোপুরি সুস্থ আছে শিশুটি।

শার্শা উপজেলার বসতপুর পল্লীতে শনিবার সকালে নবজাতক মেয়েটিকে রাস্তার পাশে দেখতে পায় স্থানীয়রা। এরপর মাতৃস্নেহে শিশুটিকে কোলে তুলে নিয়েছেন দুই সন্তানের জননী রেশমা বেগম।

ইউপি চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল জানান, শিশুটি সুস্থ রয়েছে। সে এখন বসতপুর গ্রামের আনোয়ারুল ইসলামের স্ত্রী রেশমা বেগমের কাছেই রয়েছে।

রেশমা বেগমের দু’টি সন্তান রয়েছে তবু মাতৃস্নেহে কুড়িয়ে পাওয়া শিশুটিকে সে নিজ দায়িত্বে লালন পালন করার আশা ব্যক্ত করেছেন।

বাগআচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক সৈয়দ বায়েজিদ বলেন, রাস্তার ধারে কান্নার শব্দ পেয়ে পথচারিরা একটি পলিথিনে জড়ানো অবস্থায় শিশুটিকে দেখতে পায়। বিষয়টি সমাজসেবা অধিদপ্তরের উপজেলা কর্মকর্তাকে জানানো হয়েছে বলে জানান তিনি।

শার্শা থানার ওসি এনামুল হক বলেন, স্থানীয়দের কাছ থেকে সংবাদ পাওয়ার পর ওই শিশুটির প্রকৃত মায়ের সন্ধান করা হচ্ছে।

 

নিউজবাংলা/একে