নিউজবাংলা: ২৪আগষ্ট, সোমবার:

ঢাকা: জাপানের একটি স্টিল কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার সকালে বিকট শব্দে বিস্ফোরণের পর দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে।

বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। জাপানের কর্মকর্তারা বলেছেন, এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর তারা পাননি। এদিকে একই দিন (সোমবার) জাপানে দুটি অগ্নিকাণ্ড হলো। রাতে বিস্ফোরণ ও আগুন লাগে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির গুদামে।

এর কয়েক ঘণ্টা পরে স্টিলের কারখানায় আগুন লাগে। দুটি ঘটনাই টোকিওর পার্শ্ববর্তী পৃথক দুটি শহরে ঘটেছে। জাপানের নিপ্পন স্টিল নামের একটি প্রতিষ্ঠান কাওয়াসাকি শহরের এই কারখানার মালিক। এর পাশে হানেদা বিমানবন্দর অবস্থিত। বিমানবন্দর থেকে আগুনের কুণ্ডলী দেখা গেছে। লোকজন ছবি তুলে সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট দিয়েছে। জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, অগ্নিকাণ্ডে বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনায় কোনো সমস্যা হবে না।

নিউজবাংলা/একে