নিউজবাংলা: ২৪আগষ্ট, সোমবার:

 

নিউজবাংলা ডেস্ক: নারায়ণগঞ্জ রূপগঞ্জের ভুলতায় আউখাবো এলাকার পদ্মা টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সুতা, কাপড় ও আসবাবপত্র পুড়ে প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি মালিকপক্ষের।

 

রোববার পদ্মা টেক্সটাইলে আগুনের সূত্রপাত হলে মন্ডলপাড়া, হাজীগঞ্জ, রূপগঞ্জের কাঞ্চন ও ডেমরা ফায়ার সার্ভিস দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় সব।আগুন নিভাতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করেছিল।

আগুন আতঙ্কে হুড়োহুড়ি করে বের হতে গিয়ে মিলের অন্তত ২০ শ্রমিক আহত হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী শ্রমিকরা জানায়, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে কারখানার উইভিং ও সাইজিং বিভাগে আগুনের সূত্রপাত হয়। অল্প কিছুক্ষণের মধ্যে আগুনের লেলিহান শিখা ওই দু’টি ইউনিটের ভিতরে ছড়িয়ে পড়ে। এ সময় আগুন আতঙ্কে কারখানার শ্রমিকরা হুড়োহুড়ি করে বের হতে গিয়ে অন্তত ২০ জন শ্রমিক আহত হয়েছে। আগুন নিয়ন্ত্রণ আনতে হাজীগঞ্জ, ডেমরা ও কাঞ্চন ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

কারখানার ব্যবস্থাপনা পরিচালক শওকত রেজা জানান, আগুনে ৫২টি উইভিং মেশিন, ২টি সাইজিং মেশিন, ১০ কোটি টাকা মূল্যের সুতা ও আসবাবপত্রসহ প্রায় ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

নারায়নগঞ্জ জেলা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক এবিএম মমতাজ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। ৪ স্টেশনের ৫টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপন করা যায়নি। তবে ধারণা করা যাচ্ছে, ৭-৮ কোটি টাকা ক্ষতি হতে পারে।

নিউজবাংলা/একে