নিউজবাংলা ডেস্ক: পাবনার চাটমোহরে প্রেমের স্বীকৃতি আদায় করতে প্রেমিকের বাসায় যাওয়ার পর লিজা (২২) নামের এক তরুণী আত্মহত্যা করেছে।
রোববার সকাল ১০ টার দিকে চাটমোহর পৌর এলাকার কাজীপাড়া মহল্লার একটি বাড়ি থেকে ওই যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
লিজা নাটোর জেলার লালপুর গেরিলাবাড়ি গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে। এ ঘটনায় লিজার প্রেমিক পৌর এলাকার আজাহার আলীর ছেলে সুজন (২৪) কে আটক করেছে পুলিশ। তবে তার বাবা-মা পলাতক রয়েছে ।
চাটমোহর থানা সূত্র জানায়, নাটোরের লালপুর থানার গেরিলাবাড়ি গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে লিজার সঙ্গে মোবাইল ফোনে সুজনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গতকাল শনিবার প্রেমের টানে লিজা চাটমোহরে চলে আসলে এবং সারাদিন তার সঙ্গে ঘুরে বেড়ায়। বিকেলে সুজন তাকে বাড়িতে চলে যাবার জন্য বলে এবং বাসস্ট্যান্ডে পাঠায়। লিজা আর বাড়ি যাবেনা বলে সুজনকে জানিয়ে দিয়ে চাটমোহর বাসস্ট্যান্ড এলাকা থেকে সে সুজনের বাড়িতে ফিরে যায়।
প্রেমিক সুজন লিজার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে জানান, রাতে ঘুমের বড়ি সেবন করে এবং সবার অগোচরে গলায় ওড়না পেঁচিয়ে সে আত্মহত্যা করে।
এ বিষয়য়ে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, আপাতত এটিকে আত্মহত্যা বলে মনে করছি। লাশ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।