নিউজবাংলা: ২৪আগষ্ট, সোমবার:

ঢাকা: বলিউড তারকাদের মধ্যে পেশাগত কারণে শত্রুতার অভাব নেই।আবার কোনো কোনো ক্ষেত্রে প্রেমের কারণেও জন্ম নেয় নানা শত্রুতার। আবার কারো কারো বিয়ের কারণেও শত্রুতার জন্ম হয়েছে।তবে সবচেয়ে আলোচিত এক বিয়ের কারণে বলিউডে জন্ম হয়েছে হাজার শত্রুর। আর সে বিয়ে অভিষেক-ঐশ্বরিয়ার বিয়ে।কারণ কি? চলুন জানা যাক-

 

ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে প্রেম ছিলো সালমান খানের। আর অভিষেকের সঙ্গে বিয়ের পর স্বাভাবিকভাবেই ঐশ্বরিয়ার এই পুরনো প্রেমিক অভিষেকের শত্রুতে পরিণত হন। অার তাই মেহবুব স্টুডিওতে অভিষেক আছে জেনেই আগেভাগেই কেটে পড়েন সালমান খান।

অ্যাশকে বিয়ে করতে গিয়ে অভিষেক চির শত্রু বানিয়ে এসেছেন কাপুর পরিবারকেও।কারিশমা কাপুরের সঙ্গে বিয়ের কথা ছিলো অভিষেক বচ্চনের।বাগদানও হয়েছিল।কিন্তু বিয়ের শেষ মুহূর্তে এসে ভেস্তে যায় সবকিছু।এরপর থেকেই শুরু হয় দ্বন্ধ। আর এই দ্বন্ধ বোধ হয় চলবে বংশ পরম্পরাতেই।ফলে কারিনা কাপুর আর অভিষেকের জন্ম একই সিনেমার মাধ্যমে হলেও আজ তারা চিরশত্রু।

এখানেই শেষ নয়, ঘরোয়া পরিবেশে বিয়ের আয়োজন করতে গিয়ে অভিষেক ঐশ্বরিয়ার বিয়ের দাওয়াত দেওয়া হয়নি বলিউডের অনেককেই। আর এতেই চটেছেন বহু তারকা।বিশেষ করে বন্ধু অভিষেকের কাছ থেকে অনেক দূরে সরে গিয়েছিলেন রানী মুখার্জি।শাহরুখ খানের সঙ্গে পুরনো দ্বন্ধের সঙ্গে যোগ হয়েছিল বিয়ের দাওয়াত না দেওয়ার নতুন দ্বন্ধও।যদিও শাহরুখের হ্যাপী নিউ ইয়ারে অভিনয় করেছেন অভিষেক।

 

নিউজবাংলা/একে