ঢাকা: গতবছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে। তবে আগের বছরের মুনাফা দিয়ে সেই ঘাটতি পূরণ হয়েছে।
আজ সকালে নিবাচন কমিশনে দলের পক্ষে সহদফতর সম্পাদক আসাদুল করিম শাহিন এই হিসাব জমা দেন। পরে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।
শাহিন জানান, তারা ইসির নিকট থেকে দু’মাস সময় নিয়েছিলেন। কিন্তু তার আগেই হিসাব জমা দিয়েছেন। গত বছর দলের আয় ছিল দুই কোটি ৮৭ লাখ ৪৮ হাজার ৫৭৪ টাকা। আর খরচ হযেছে ৩ কোটি ৭৩ লাখ ৩ হাজার ৫৯০ টাকা। আগের বছর কিছু মুনাফা ছিল। দলের সদস্যদের চাঁদা, সদস্যপদ বিক্রি, সুধীদের অনুদান ছিল আয়ের উৎস। ব্যয় হয়েছে কর্মচারীদের বেতন, ইফতার পার্টি, অফিস ভাড়া ইত্যাদি খাতে।
উল্লেখ্য ক্ষমতাসীন আওয়ামী লীগ এখনো তাদের হিসাব জমা দেয়নি।