বাগেরহাট: বাগেরহাটের চিতলমারীতে পারিবারিক কলহে খুন হয়েছে ১৮ মাস বয়সী তাদের একমাত্র কন্যা মিমিরা।
উপজেলার চরচিংগুড়ি গ্রামে সোমবার ভোরে এই ঘটনা ঘটে।
পুলিশ সন্দেহভাজন হিসেবে পিতা মিরাজ শেখ (২৫) ও মাতা নাজমা বেগমকে (২২) আটক করেছে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে কলহ শুরু হয়। তখন থেকেই দু’জনের মধ্যে বনিবনা হচ্ছে না। এমনকি দু’জনের এই কলহ আদালত পর্যন্ত গড়ায়। আর এর পরিণতিতে শিশুকন্যা মিমিরাকে ধারালো ছুরি দিয়ে হত্যা করা হয়।
তবে হত্যাকাণ্ডে শিশুর বাবা না মা জড়িত তা সোমবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত হতে পারেনি পুলিশ। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান চিতলমারী থানার ওসি।