নিউজবাংলা: ২৪আগষ্ট, সোমবার:

 

কুষ্টিয়া: কুষ্টিয়ার কুমারখালী উপজেলা থেকে এক বৃদ্ধার (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

তার পরিচয় পাওয়া যায়নি। আজ সোমবার সকালে উপজেলার মহিষাখোলা রেল ব্রিজের নিচে খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল ইসলাম জানান, স্থানীয়রা উপজেলার মহিষাখোলা রেল ব্রিজের নিচে খালে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি বলেও জানান তিনি।

নিউজবাংলা/একে