নিউজবাংলা: ২৪আগষ্ট, সোমবার:
ঢাকা:
ফরিদপুর: জেলার ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের বালিয়াচড়া গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, বালিয়াচড়া গ্রামের মাসুদ শেখের ছেলে আবু সালেহ ও একই গ্রামের সৌদি প্রবাসী দেলোয়ার হোসেনের ছেলে ফুয়াদ আলম। নিহতরা পরস্পর সম্পর্কে খালাতো ভাই এবং তাদের বয়স সাড়ে তিন বছর।
পারিবারিক সূত্র জানায়, সকালে সালেহকে নিয়ে তার মা শিল্পী বেগম পাশেই বোন লতিফার বাড়িতে যান। বেলা ১১টার দিকে শিশু দু’টি সবার অগোচরে খেলা করতে করতে পাশের জোয়ারিয়া বিলের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর বেলা ১২টার দিকে গ্রামবাসী বিলের পানিতে তাদের মৃতদেহ খুঁজে পায়।
এ ঘটনার পর পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।