নিউজবাংলা: ২৪আগষ্ট, সোমবার:

রাজশাহী: রাজশাহীতে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা এবং নাম ভাঙিয়ে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার বেলা ১১ টায় নগরীর জিরো পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন রাজশাহী ফটোজার্নালিষ্ট এসোসিয়েশন। রাজশাহী ফটোজার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, সাধারণ সম্পাদক মামুন-অর-রশীদ মামুন, সাবেক সভাপতি হাসান মিল্লাত, রাজশাহী প্রেস ক্লাবের সভাপতি আনায়ারুল ইসলাম ফটিক, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের নির্বাহী সদস্য সোহরাব হোসেন প্রমুখ। এছাড়া মানববন্ধনে রাজশাহীর বিভিন্ন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং বিভিন্ন অনলাইন পত্রিকার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, রাজশাহীতে ভূয়া সাংবাদিকদের উপদ্রব বেড়ে গেছে। এসব ভূয়া সাংবাদিকরা বিভিন্ন গনমাধ্যমের পরিচয় দিয়ে মানুষের কাছে চাঁদাবজি করছে। এতে অপসাংবাদিকতার প্রসার বাড়ছে। এসকল কারণে প্রকৃত সাংবাদিকদের সম্মানহানি হচ্ছে। কোনভাবেই এসব ভূয়া সাংবাদিকদের পশ্রয় দেয়া চলবেনা। যারা এসব কর্মকাণ্ডের সাথে জড়িত আছে অবিলস্বে তাদের ধরিয়ে দিতে এবং তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে পুলিশ প্রসাশনের প্রতি আহবান জানানো হয়। সেই সাথে সময় টিভির ফটোসাংবাদিক হাবিবুর রহমান পাপ্পুর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ এবং দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করা হয়। এসময় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন-অর-রশীদ মামুন বলেন, ‘রাজশাহীকে ভূয়া সাংবাদিক মুক্ত করে রাজশাহীকে একটি মডেল শহর হিসেবে তৈরি করতে হবে। সেই লক্ষে আজ থেকেই এই কার্যক্রম শুরু করতে হবে’। প্রসংগত, ২১ আগষ্ট সন্ধ্যায় আসিফ হোসেন নামের এক চাঁদাবাজ সময় টিভির চিত্র সাংবাদিক হাবিবুর রহমান পাপ্পুর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়রা এগিয়ে এসে আসিফকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় পাপ্পু বাদী হয়ে আসিফকে আসামি করে বোয়ালিয়া থানায় একটি মামলা করেন। আসিফের নিকট থেকে বেশকিছু ভিজিটিং কার্ড উদ্ধার করে। তাতে বিভিন্ন নাম সর্বস্ব মিডিয়ার সে প্রতিনিধি হিসেবে উল্লেখ রয়েছে। ওই ভিজিটিং কার্ড দিয়েই আসিফ সাংবাদিক পরিচয় দিয়ে রাজশাহীর বিভিন্ন স্থানে চাঁদাবাজি করে আসছিল বলে জানায় পুলিশ।

নিউজবাংলা/একে