নিউজবাংলা: ২৪আগষ্ট, সোমবার:

বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল:

টাঙ্গাইলের মধুপুরে ট্রাকচাপায় জহুরা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।

সোমবার সকালে উপজেলার রক্তিপাড়া বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। জহুরা উপজেলার রক্তিপাড়া গ্রামের আবুল কাশেমের মেয়ে।

স্থানীয়রা জানান, স্বামী পরিত্যক্তা জহুরা বাজারের এক ব্যবসায়ীর বাড়িতে ঝিয়ের কাজ করতেন। সকালে তিনি কাজে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-০২-৩০৭) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জহুরার মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই স্থানীয় ব্যবস্থাপনায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজবাংলা/একে