টাঙ্গাইলের মধুপুরে ট্রাকচাপায় জহুরা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন।
সোমবার সকালে উপজেলার রক্তিপাড়া বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। জহুরা উপজেলার রক্তিপাড়া গ্রামের আবুল কাশেমের মেয়ে।
স্থানীয়রা জানান, স্বামী পরিত্যক্তা জহুরা বাজারের এক ব্যবসায়ীর বাড়িতে ঝিয়ের কাজ করতেন। সকালে তিনি কাজে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-০২-৩০৭) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জহুরার মৃতদেহ ময়নাতদন্ত ছাড়াই স্থানীয় ব্যবস্থাপনায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।