এবার টাঙ্গাইল জেলার কৃতি সন্তান গোপালপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর মুহাম্মদ সাইফুল ইসলাম মাদার তেরেসা স্মৃতি পদক পাচ্ছেন ।
বাঙ্গালীর মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা ও সুস্থ ধারা সংস্কৃতি বিকাশে ’বাংলাদেশ স্বপ্নকুড়ি ফাউন্ডেশন’ কর্তৃক সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি সরুপ তিনি এ সম্মাননা স্মৃতি পদক পাচ্ছেন। আগামী ৮ সেপ্টেম্বর, বিকাল ৫.০০ টায় ঢাকা মৈত্রী মিলনায়তনে মাদার তেরেসা’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ পদক ও সনদ প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এডভোকেট ইউসুফ হোসেন হুমাযুন, উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ভাষাসৈনিক রেজাউল করিম, অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় উপ-কমিটির সহ-সম্পাদক ও বাংলাদেশ স্বপ্নকুড়ি ফাউন্ডেশনের সভাপতি আলহাজ হাসিবুর রহমান মানিক প্রমূখ।