নিউজবাংলা: ২৪আগষ্ট, সোমবার:
ঢাকা: নপ্রিয় নির্মাতা সুমন আনোয়ার একটি টেলিফিল্মের কাজ করছেন, নাম ‘গুলবাহার’। তিনি এটিকে টেলিছবি বলতে নারাজ। ফেসবুকে কিছু ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন ‘একটি সুমন আনোয়ার চলচ্চিত্র’।

মানিকগঞ্জে ছয় দিন ধরে শুটিং হয়েছে ‘গুলবাহার’-এর। গল্পের নায়িকা গুলবাহার। বিপরীত ধর্মের একজন তরুণের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। জটিলতা তৈরি এ নিয়েই।
‘গুলবাহার’ সুমনের কাছে চলচ্চিত্র। তিনি এর যুক্তি দিয়েছেন এভাবে, ‘এটি চলচ্চিত্রই। গল্প, নির্মাণ, ব্যাপ্তি, উপস্থাপন, অভিনয় সবদিক দিয়েই এটি চলচ্চিত্রের উপযোগী। সিনেমা হলের বদলে এটি প্রচার হবে টেলিভিশনে। পার্থক্য শুধু এখানেই।’ সুমন বলেন, ‘আমি অধিকাংশ নির্মাণে নারীর অধিকার, সংগ্রাম, স্বাধীনতা প্রভৃতি বিষয় তুলে ধরেছি। এই চলচ্চিত্রেও এর ব্যতিক্রম ঘটেনি।
রোমান্টিক গল্পের ভেতর দিয়ে গুলবাহার চরিত্রটির সংগ্রামচিত্র দেখিয়েছি।’ টেলিছবিটির অভিনয় : মামুনুর রশিদ,ফজলুর রহমান বাবু,শিল্পী সরকার অপু,ইশরাত নিশাত,নূসরাত ইমরোজ তিশা,ইরেশ যাকের,আরফান নিশো,অরণ্য,বেবী,জোসনা ও অনান্য।

নিউজবাংলা/একে