চুয়াডাঙ্গা সংবাদদাতা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আলেফ মুন্সি (৬০) নামের এক ভন্ড কবিরাজকে আটক করেছে পুলিশ।
পাঁচ মাস আগে আলেফ মুন্সির কাছে জন্ডিসের চিকিৎসা নিতে গিয়ে ধর্ষণের শিকার হয় ওই ছাত্রী। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে সে।
রবিবার ধর্ষিতার পরিবারের অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত ধর্ষক আলেফ মুন্সিকে আটক করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুল ইসলাম জানান, স্কুলছাত্রী ধর্ষণের ঘটনাটি প্রকাশ পাওয়ার পর এলাকাবাসী রবিবার বেলা ১২টার দিকে ধর্ষককে ধরে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে আটক করে সন্ধ্যায় থানায় নিয়ে আসে।
সোমবার দুপুরে তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক আব্দুল হালিম তাকে জেল হাজতে আটক রাখার আদেশ দেন। সোমবার বেলা ৩টায় ধর্ষণের শিকার স্কুলছাত্রী ম্যাজিস্ট্রেটের কাছে ২২ ধারায় জনাববন্দী দিয়েছে।
তদন্তকারী কর্মকর্তা আরো জানান, কয়েক দিন আগে ধর্ষিতা স্কুলছাত্রী অসুস্থ হয়ে পড়লে তার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি প্রকাশ পায়। তাকে জিজ্ঞাসাবাদের পর সে ধর্ষণের কথা জানায়। এসময় সে জানায়, ধর্ষণের পর তাকে জিন-ভুতের ভয় দেখিয়ে এ ঘটনা প্রকাশ করতে নিষেধ করে ধর্ষক আলেফ মুন্সি।