নিউজবাংলা: ২৪আগষ্ট, সোমবার:

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ শহরে পকেট মার চক্রের মূল হোতা ও গডফাদারসহ ৩জনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল সোমবার সকালে শহরের রূপালী ম্যানশন ও থানার সামন থেকে এসআই কৃষ্ণ মোহন নাথ তাদেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন, বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের মৃত আলী হোসেন এর পুত্র জালাল উদ্দিন, সদর উপজেলার দাউদ নগর গ্রামের আছাব আলীর পুত্র ফারুক মিয়া ও অনন্তপুর গ্রামের বাদশা মিয়ার পুত্র আব্দুল মালেক (৩২)। গ্রেফতারকৃতদের মধ্যে ফারুক এর বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে।
হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি পকেট মার চক্রের সদস্যদের নাম পাওয়া গেছে। তাদেরকে ধরতে অভিযান চলছে।

নিউজবাংলা/একে