নিউজবাংলা: ২৪আগষ্ট, সোমবার:

এম এ আই সজিব,হবিগঞ্জ প্রতিনিধি :হবিগঞ্জের মাধবপুর উপজেলার কাটিয়ারা মাছ বাজার এলাকায় সোনাই নদী থেকে গতকাল সোমবার সকালে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

তার বয়স আনুমানিক ৪০। স্থানীয়রা লাশটি দেখে মাধবপুর থানায় খবর দিলে মাধবপুর থানার এসআই মহসীন এ লাশ উদ্ধার করেন।
পুলিশ জানায়, সোমবার সকালে সোনাই নদীর তীর ঘেষে স্থানীয় লোকজন এক পুরুষ ব্যক্তির লাশ ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এ লাশ উদ্ধার করে।
সুরতহাল প্রস্তুতকারী এসআই মহসীন জানান, তার শরীরের মাথায়, ডান হাতে, কোমরে ও বাম পায়ের হাটুতে জখমের চিহ্ন রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা মোল্লা মনির হোসেন জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ দাফনের জন্য হবিগঞ্জ আঞ্জুমানে মফিদুলে হস্তান্তর করা হবে।

নিউজবাংলা/একে