ভালবাসার চেয়ে একটু বেশি’ চাইবেন বাপ্পি-পরী
নিউজবাংলা: ০৩ সেপ্টেম্বর, বৃহস্পতিবার:
ঢাকা: শাহ আলম মন্ডলের পরিচালনায় ‘ভালবাসার চেয়ে একটু বেশি’ নামের নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এ সময়ের ব্যস্ত নায়ক বাপ্পি চৌধুরী ও ব্যস্ত নায়িকা পরীমনি। চলতি মাসেই ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
বাপ্পি চৌধুরী বলেন, ‘ফারুখ ওমরের ‘লাভার নাম্বার ১’ রিলিজের দিন ‘ভালবাসার চেয়ে একটু বেশি’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। ছবিটির গল্প শুনে একবাক্যে রাজি হয়েছি কাজ করার জন্য। ছবিটিতে দ্বিতীয়বারের মতো পরী থাকবে আমার সহশিল্পী। ও কাজের মধ্যে অনেক কো-অপারেটিভ। সবটুকু শ্রম এবং মেধা দিয়ে কাজটি করার ইচ্ছা আছে। আশা করছি ভাল কিছুই করতে পারবো।’
শাহ আলম মন্ডল বলেন, ‘চলতি মাসেই ছবিটির শুটিং শুরু করার ইচ্ছা আছে। তবে প্রযোজক এখন দেশের বাইরে আছেন। দেশে এলে বলতে পারবো কবে নাগাদ শুরু করতে পারবো। ছবিটির গল্প বাপ্পি এবং পরীমনিকে চিন্তা করেই লেখা হয়েছে। ভিন্নধর্মী একটি গল্প নিয়ে ছবিটি নির্মাণ করতে যাচ্ছি।’
রাফি চলচ্চিত্রের ব্যানারে রোমান্টিক একটি গল্পে দেখা যাবে বাপ্পি এবং পরীমনিকে। ঢাকাসহ দেশের বিভিন্ন লোকেশনে করা হবে ছবিটির শুটিং।
নিউজবাংলা/একে