নিউজবাংলা: ৩১ আগষ্ট, সোমবার:
ফেনী: সবার চোখে-মুখে এখন স্বপ্ন ফাইনালের। আজকের ম্যাচটি জিততে পারলেই প্রথমবারের মত আয়োজিত এ টুর্ণামেন্টের ফাইনালে পৌঁছে যাবে চট্টগ্রাম বিভাগের প্রতিনিধিত্বকারী ফেনী।

প্রথমবারের মত সেইলর বাফুফে আয়োজিত জাতীয় অনুর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপের জাতীয় পর্যায়ে ফাইনালে খেলার লড়াইয়ে আজ সোমবার বিকাল ৫টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকা জেলা দলের মুখোমুখি হবে ফেনীর কনিক বাহিনী।

এর আগে ২৮ আগস্ট বিকালে নাটোর জেলা দলকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফেনী জেলা দল। একে একে ফেনীর কাছে ধরাশায়ী হয়ে টুর্ণামেন্ট থেকে ছিটকে পড়ে বরিশাল, সিলেট ও চট্টগ্রাম জেলা দল।

এ প্রসঙ্গে ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার জয়ের কথা জানিয়ে বলেন, আমাদের খেলোয়াড়রা জেতার জন্যই মাঠে নামবে। ইতিপূর্বের মত খেলতে পারলে ঢাকাকে হারিয়ে ফেনী জেলা দল ফাইনালে উঠবেই।

তিনি আরও বলেন, ৮৪-৮৫ সালে শের-ই বাংলা টুর্ণামেন্টে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। এরপর ফেনী জেলা দল আর তেমন কোন সাফল্য দেখাতে না পারলেও দীর্ঘদিন পর জাতীয় পর্যায়ে ভালো খেলে বেশ সাড়া জাগিয়েছে।

নিউজবাংলা/একে