নিউজবাংলা: ৩০ আগষ্ট, রবিবার:

ঢাকা: রথম ম্যাচ মিস করার পর দ্বিতীয় ম্যাচেই একাদশে ফিরলেন নেইমার। সঙ্গে ছিলেন লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজও। কিন্তু, ন্যু ক্যাম্পে মালাগার বিপক্ষে স্বাগতিক বার্সেলোনার জয়ের নায়ক হতে পারেননি এমএসএন জুটির কেউই।

 

এদেরকে একপাশে রেখে থমাস ভার্মালিনই হলেন কাতালানদের উদ্ধারকর্তা। তার একমাত্র গোলেই মালাগাকে ১-০ ব্যবধানে পরাজিত করলো বার্সেলোনা। একই সঙ্গে টানা দ্বিতীয় জয় তুলে নিলো লুইস এনরিকের শিষ্যরা।
ন্যু-ক্যাম্পে খেলা। তবুও মালাগার রক্ষণই কোনোভাবে ভাঙতে পারছিল না মেসি-নেইমাররা। মুহূর্মুহূ আক্রমণ করেও টলানো যায়নি মালাগার রক্ষণকে। খেলার পরিসংখ্যান দেখলেই বোঝা যায় কতটুকু আধিপত্য ছিল বার্সার।
বল পজেশন ছিল বার্সার দখলে ৭৫ ভাগ। ২৫ ভাগ ছিল মালাগার দখলে। কিন্তু গোলের দেখাই পাচ্ছিল না বার্সা। খেলা যখন গোলশূন্য ড্র’য়ের পর্যায়ে, তখনই (৭৩ মিনিটে) লুইস সুয়ারেজের পাস থেকে ভেসে আসা বলে সুযোগ সন্ধানী ভার্মালিনের কাছে চলে আসে বল এবং ফাঁকা নেট পেয়ে বাম পায়ের শটে মালাগার জালে বল জড়ান তিনি ।
টানা দ্বিতীয় ম্যাচ গোলহীন থাকলেন লিওনেল মেসি। লীগের প্রথম দুই ম্যাচে গোল পাননি তিনি, এমন ঘটনা ২০০৭ সালের পর এই প্রথম। একই সঙ্গে গত মৌসুমে এমএসএন জুটির ১২২ গোলের প্রভাব এখনও পর্যন্ত দেখা গেলো না খেলার মাঠে।
ন্যু-ক্যাম্পে খেলা হয়েছিল মূলত বার্সা বনাম মালাগার ক্যারুনিয়ান গোলরক্ষক কার্লোস কামেনির সঙ্গে। বার্সার অনেকগুলো প্রচেষ্ঠা থামিয়ে দিয়েছিলেন তিনি। ম্যাচ শেষে নায়ক তিনিই। তবে শুধুমাত্র ভার্মালিনের ওই গোলটিছাড়া। না হয় শেষ হাসি থাকত মালাগার মুখেই।
প্রথমার্ধে লুইস সুয়ারেজের দারুণ একটি সুযোগ ফাউলের বিনিময়ে নষ্ট করে দেয় মালাগার রক্ষণভাগ। সর্বপ্রথম প্রকৃত আক্রমণটি করেছিলেন নেইমারই। কিন্তু মিগুয়েল তোরেস হাত দিয়ে বল ঠেকিয়ে নেইমারের আক্রমণ নষ্ট করে দেন। এক মিনিট পরই লুইস সুয়ারেজ দারুণ সুযোগ তৈরি করেন। কিন্তু তাকে ফাউল করে এই আক্রমণও নষ্ট করে দেন মার্কোস অ্যানগেলেরি।
প্রথমার্ধের শুরুতে হ্যাভিয়ের মাচেরানোর একটি হেড এবং লিওনেল মেসির একটি ক্রস পোস্টের পাশ ঘেঁষে বাইরে চলে যায়। দ্বিতীয়ার্ধে গোলের জন্য আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বার্সা। কিন্তু মালাগার কঠিন ডিফেন্সের সামনে গোলের সুযোগই তৈরি করতে পারেনি তারা।
প্রসঙ্গত,দুই ম্যাচে টানা জয় পাওয়া সত্ত্বেও পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা। দুই ম্যাচে সমান দুটি জয় পাওয়া সেল্টা ভিগো গোল-গড়ে এগিয়ে থাকায় শীর্ষে রয়েছে। অন্যদিকে দুই ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

নিউজবাংলা/একে