নিউজবাংলা: ৩১ আগষ্ট, সোমবার:
ঢাকা: ভারতের প্রথম ইনিংসের দুটি, শ্রীলঙ্কার প্রথম ইনিংসের ১০টি আর ভারতের দ্বিতীয় ইনিংসের তিনটি—কলম্বো টেস্টের তৃতীয় দিনে মোট ১৫ উইকেটের পতন হয়েছে।

এ থেকেই বোঝা যাচ্ছে সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টে বোলারদের দাপট কতখানি! প্রথম ইনিংসে ১১১ রানের লিড নিয়েও তাই স্বস্তিতে নেই ভারত। তিন উইকেটে ২১ রান নিয়ে দিন শেষ করলে অস্বস্তিতে থাকারই কথা অবশ্য।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ভারতের প্রথম ইনিংস গড়ে উঠেছে চেতেশ্বর পুজারার অসাধারণ দৃঢ়তায়। মুরালি বিজয় ও শিখর ধাওয়ানের চোটের কারণে সিরিজে প্রথমবারের মতো খেলতে নেমেই বাজিমাত করেছেন পুজারা। এমনিতে তিন নম্বরে ব্যাট করলেও এই টেস্টে তাঁর ভূমিকা ওপেনারের। সপ্তম টেস্ট শতকের দেখা পাওয়া পুজারার অপরাজিত ১৪৫ রান প্রথম ইনিংসে ৩১২ রান এনে দিয়েছে ভারতকে। সুনীল গাভাস্কার, রাহুল দ্রাবিড় ও বীরেন্দর শেবাগের পর চতুর্থ ভারতীয় হিসেবে ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং করার কৃতিত্ব তাঁরই।

নিউজবাংলা/একে