কলম্বোতে ধুঁকছে শ্রীলংকা
নিউজবাংলা: ৩০ আগষ্ট, রবিবার:
ঢাকা: তিন ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচের প্রথম ইনিংসে বিরাট কোহলির ভারত শুরুর ধাক্কা কাটিয়ে চেতেশ্বর পূজারা ও অমিত মিশ্রর ব্যাটিং নৈপূণ্যে ৩১২ রানের চ্যালেঞ্জিং স্কোর সংগ্রহ করতে সক্ষম হয়েছে।
১১৯ রানে ৫ উইকেট হারানো ভারত পূজারার হার না মানা ১৪৫ ও মিশ্রর ৫৯ রানের ওপর ভর করে ৩১২ রান সংগ্রহ করে।
প্রথম ইনিংসে ভারতের করা ৩১২ রানের জবাবে ব্যাটিং করতে নেমে কলম্বোর সিংহলীজ স্পোর্টিং ক্লাব মাঠে রীতিমতো ধুঁকছে স্বাগতিক শ্রীলংকা। মাত্র ৪৭ রানে ৫ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে অ্যাঞ্জেলো ম্যাথিউজের দল।
স্টুয়ার্ট বিনি, ইশান্ত শর্মা ও উমেশ যাদবের ত্রিমুখী বোলিং আক্রমণে পড়ে একে একে ফিরে যান উপুল থারাঙ্গা (৪), কুশল সিলভা (৩), দিনেশ চান্দিমাল (২৩), ম্যাথিউজ (১) ও দিমুথ করুনারত্নে (১১)।
এই রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৫ উইকেটে ৪৭ রান। লাহিরু থিরিমান্নে ৫ রান নিয়ে অপরাজিত রয়েছেন। লাঞ্চের পর হয়তো তার সঙ্গে যোগ দিবেন কুশল পেরেরা।
ভারতের হয়ে স্টুয়ার্ট বিনি ও ইশান্ত শর্মা ২টি করে উইকেট লাভ করেন। একটি উইকেট নেন উমেশ যাদব।
রোববার টেস্টের তৃতীয় দিন ২৯২ রান নিয়ে খেলতে নামা ভারতকে স্বল্প সময়ের মধ্যে গুটিয়ে দেন লংকান স্পিনার রঙ্গনা হেরাথ। ভারতের শেষ দুটি উইকেেই তুলে নেন তিনি।
শ্রীলংকার হয়ে ধামিকা প্রাসাদ ৪টি এবং রঙ্গনা হেরাথ নেন ৩টি উইকেট। ১টি করে উইকেট নেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ, থারিন্দু কুশল ও নুয়ান প্রদীপ।
প্রসঙ্গত, তিন ম্যাচে সিরিজে আপাতত ১-১ এ সমতা রয়েছে। ফলে তৃতীয় ও শেষ টেস্টটি কার্যত অলিখিত ফাইনালে রূপ নিয়েছে।
ভারতীয় দল: লোকেশ রাহুল, আজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, রোহিত শর্মা, নামান ওঝা, স্টুয়ার্ট বিনি, রবিচন্দ্রন অশ্বিন, অমিত মিশ্র, ইশান্ত শর্মা ও উমেশ যাদব।
শ্রীলংকা দল: দিমুথ করুনারত্নে, কুশল সিলভা, উপুল থারাঙ্গা, লাহিরু থিরিমান্নে, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, ধামিকা প্রাসাদ, রঙ্গনা হেরাথ, থারিন্দু কুশল ও নুয়ান প্রদীপ।
নিউজবাংলা/একে