নিউজবাংলা: ০২ সেপ্টেম্বর, বুধবার:

ঢাকা: সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, রসিক পুরুষদের জন্য নারীরা সবসময় পাগল। আপনার মনে রসবোধ থাকলে সহজেই নারীদের পটাতে পারবে অর্থাৎ ভালো রসবোধসম্পন্ন পুরুষদের সব সময় নারীরা পছন্দ করে।

হাসাতে পারে, এমন পুরুষ নারীদের কাছে জনপ্রিয়। তাদের সঙ্গে ক।থা বলে নারীরা স্বস্তিবোধ করে। হালকা কথাবার্তা দিয়ে নারীর সঙ্গে আলাপচারিতা শুরু করুন। বেশি সিরিয়াস হবেন না, কথাবার্তায় ইতিবাচক থাকুন। আরেকটা কথা, রসবোধ প্রকাশ করার জন্য প্রথম আলাপচারিতায় কখনোই আপত্তিকর কৌতুক বলতে যাবেন না। ওই একটা কারণই কিন্তু দুজনের মধ্যে দূরত্ব তৈরির জন্য যথেষ্ট!

এছাড়া নারীদের সঙ্গে প্রাথমিক কথাবার্তার সময় বিরক্তির উদ্রেক করবেন না। আলাপচারিতা যতটা সম্ভব চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন। না হলে তার মনে বিরক্তির ভাব জন্ম নিতে পারে। তার মনোযোগ ধরে রাখুন, আলাপচারিতাটা মনোরম করে তুলুন। আপনি যত বেশি সময় ধরে কথাবার্তা চালিয়ে যাবেন, তত বেশি তিনি আপনার সম্পর্কে জানতে পারবেন। তা ছাড়া তিনি আপনার কথা বলার ধরনও লক্ষ করতে পারেন। তাই একটু সতর্ক থাকুন। উদ্ধত আচরণ করা থেকে বিরত থাকুন।

নিউজবাংলা/একে