নেইনাভায় দৈনিক ৫০ ইরাকিকে হত্যা করছে আইএসআইএল
নিউজবাংলা- ১৯ সেপ্টেম্বর, শনিবার:
ঢাকা: ইরাকের নেইনাভা প্রদেশে প্রতিদিন গড়ে ৫০ জন বেসামরিক ইরাকিকে হত্যা করছে তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ।
ইরাকি সংসদের নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক কমিটির সদস্য নায়েফ আশশামারি আসসুমারিয়া টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এই তথ্য দিয়েছেন।
তিনি জানান ইরাকের উত্তরাঞ্চলীয় এই প্রদেশে প্রতিদিন গড়ে ৫০ জন বেসামরিক ব্যক্তি দায়েশের হাতে প্রাণ হারাচ্ছে বলে সেখানকার জনগণ এই প্রদেশটিকে আইএসআইএল-এর হাত থেকে মুক্ত করার দাবি জানাচ্ছে।
এদিকে নৈতিক মনোবল হারিয়ে ফেলায় এবং সন্ত্রাসীদের মধ্যে মতভেদ জোরদার হওয়ায় ইরাকের মসুল থেকে দায়েশ তথা আইএসআইএল-এর ৮২ জন সন্ত্রাসী সিরিয়ার দিকে পালিয়ে গেছে।
ইরাকের কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি বা কেডিপি’র মুখপাত্র সায়িদ মামুউজিনি এ খবর দিয়েছেন।
ওদিকে আদেশ অমান্য করার অভিযোগে আইএসআইএল তার সাত জন নারী সদস্যকে গুলি করে হত্যা করেছে। আইএসআইএল বা (আরবিতে) ‘দায়েশ’-এর মধ্যে অর্থ ভাগাভাগি নিয়ে এবং বিদেশীদের নেতৃত্ব নিয়ে মতভেদ জোরদার হচ্ছে বলে খবর আসছে। লিবিয়া, জর্দান ও সৌদি সন্ত্রাসীরা এই তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসী গোষ্ঠীর সিনিয়র পদগুলোতে পদন্নোতি পাচ্ছে এবং এ নিয়ে স্থানীয় সন্ত্রাসীদের ক্ষোভ বাড়ছে।
নিউজবাংলা/একে