নিউজবাংলা- ১৫ সেপ্টেম্বর, মঙ্গলবার:

ঢাকা: দারুণ সময়ে সানিয়া।দেশে ফিরে বিপুল অভিনন্দনে ভাসলেন সানিয়া মির্জা৷সদ্য ইউ এস ওপেনে মহিলাদের ডাবলস খেতাব জিতেছেন৷

পাশাপাশি পরপর দু-দুটো খেতাব জিতলেন এই হায়দরাবাদী তারকা৷ তাই এবার উচ্ছ্বাস অনেক বেশিই ৷হায়দরাবাদ বিমান বন্দরে সানিয়াকে নিয়ে আবেগে ভেসে গেলেন তাঁর সমর্থকরা৷সমর্থকদের এই বিপুল উৎসাহে আবেগমথিত ভারতীয় টেনিসের গ্লামার গার্ল৷ ইউএস ওপেনের মিক্সড ডাবলস খেতাব ভারতবাসীকে উৎসর্গ করলেন সানিয়া৷

বিমান বন্দরে পা রেখে সানিয়া বলেছেন, ‘ আমি সব সময় খেতাব ভারতবাসীর জন্য উৎসর্গ করছি৷ অনেক সময় আমি এই কথা বলেছিও৷ আমি ভারতবাসীর ভালোবাসা পেয়েছি ৷ অনেক উৎসাহ পেয়েছি ৷ তাই এই খেতাব দেশের জন্য উৎসর্গ করছি৷’ একইসঙ্গে সানিয়া বলেছেন, ‘ ইউ ওপেন খেতাব জেতা বিশাল ব্যাপার ৷ তবে এখন আগামী দিনের জন্য অপেক্ষা করছি৷’

নিউজবাংলা/একে