নিউজবাংলা- ১৯ সেপ্টেম্বর, শনিবার:

ঢাকা: ২০১৮ রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বে আক্টোবরে চিলি ও ভেনেজুয়েলার বিরুদ্ধে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। শুক্রবারই এ দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে ব্রাজিল। কিন্তু নিষেধাজ্ঞার কারণে দলে জায়গা হয়নি অধিনায়ক নেইমারের।

তবে শাস্তি কমিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বার্সা তারকাকে দলে পেতে কোর্ট অব অরবিটেশনের ফর স্পোর্টস (সিএএস) এর কাছে আপিল করেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

চিলিতে অনুষ্ঠিত কোপা আমেরিকা আসরে ফাউল আচরণের জন্য লাল কার্ড সহ চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন নেইমার। ফলে ওই নিষেধাজ্ঞার জন্য চিলি ও ভেনেজুয়েলার বিপক্ষে দুটি বাছাইপর্বের ম্যাচে খেলতে পারবেন না তিনি। তবে দলীয় অধিনায়ককে ছাড়া বোধহয় কোনো রকম ঝুঁকি নিতে চাইছেন না ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা। তাই শাস্তি কমাতে সিএএস এর কাছে আবেদন করেছে সিবিএফ।

শাস্তি অব্যাহত থাকলেও কোপা আমেরিকা ম্যাচের শাস্তি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে কেন ভোগ করতে হবে নেইমারকে- এখানেই আপত্তি সিবিএফ’র। সিবিএফ’র দাবি, নেইমার কোপা আমেরিকায় যে অপরাধ করেছেন সেই অপরাধের শাস্তি সেই টুর্নামেন্টেই তার ভোগ করা উচিত, অন্য কোনো আসরে বা টুর্নামেন্টের ম্যাচে নয়। সূত্র : ফক্স স্পোর্টস

 

 

নিউজবাংলা/একে