দীর্ঘ ১১ বছর পর টাঙ্গাইল শহর আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত
নিউজবাংলা- ১৯ সেপ্টেম্বর, শনিবার:
আব্দুল্লাহ আল নোমান, টাঙ্গাইল:
টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সম্মেলন আজ শনিবার(১৯ সেপ্টেম্বর) ভাসানী হলে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মো. আব্দুর রাজ্জাক এমপি।
শহর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক আলমগীরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আযম এমপি, ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এমপি, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক । বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপ- প্রচার সম্পাদক অসিম কুমার উকিল, টাঙ্গাইলÑ আসনের এমপি আলহাজ ছানোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা ৫ আসনের এমপি মনোয়ারা বেগম। সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলমগীর খান মেনু।
সম্মেলনে শহর আওয়ামীলীগ ছাড়াও জেলা আওয়ামীলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সিরাজুল হক আলমগীর সভাপতি, আবু সাঈদ খান পিয়ার সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক ছাত্রলীগ নেতা এম এ রউফ আগামী তিন বছরের জন্য সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।
নিউজবাংলা/একে