নিউজবাংলা- ১৯ সেপ্টেম্বর, শনিবার:

আত্রাই(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে বন্যার নিয়ন্ত্রন বাঁধ ভেঙ্গে বিদ্যুতের মেইন সঞ্চালনের ৩টি খুটি ভেঙ্গে বিদ্যুত সরবরাহ ব্যহত, দীর্ঘ ২৫ দিনে মেরামত না হওয়ায় আত্রাই উপজেলার লক্ষাধিক বিদ্যুত গ্রাহকের ভোগান্তি চরমে উঠেছে।

 

নওগাঁ পল্লী বিদ্যুত সমিতি সূত্রে জানা যায়, গত ২৬ আগষ্ট ছোট যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় আত্রাই উপজেলার ফুলবাড়ী-উদনপৈ বন্যা নিয়ন্ত্রন বাঁধের ১টি পয়েন্টে এবং মিরাপুর নামক স্থানে আত্রাই-নওগাঁ সড়ক ভেঙ্গে যায়। বন্যার পানি প্রবলবেগে প্রবেশ করায় মিরাপুর নামক স্থানে পল্লী বিদ্যুতের মেইন সংঞ্চালন লাইনের ৩টি খুটি ভেঙ্গে পড়ায় পুরো উপজেলা বিদ্যুত সরবরাহ বিচ্ছিন্ন হয়ে যায়। দুই দিন বিচ্ছিন্ন থাকার পর কোন রকম জোড়া তালি দিয়ে সংযোগ পূনস্থাপন করলেও লো-ভোল্টেজের কারণে সকল কাজ-কর্ম ব্যহত হচ্ছে। শুধু মাত্র উপজেলা সদরের ফিডাটি চালু করলেও প্রত্যন্ত এলাকায় বিদ্যুত সরবরাহ দিনের বেলা চালু থাকলেও রাতের বেলায় সম্পূর্ন বিচ্ছিন থাকে। তাই রাতের বেলায় পুরো উপজেলা অন্ধকারে নিমজ্জিত থাকে। সেই সাথে ঘনঘন বিদ্যুত আসা যাওয়া ও লো-ভোল্টেজে জনজীবন স্থবির হয়ে পরেছে।

এব্যাপারে নওগাঁ পল্লী বিদ্যুত সমিতি আত্রাই শাখার এজিএম (কম) আবুল কাসেম বলেন, মেইন সংঞ্চালনের ৩টি খুটি ভেঙ্গে পরায় বিকল্প লাইনে সরবরাহ চালু করেছি। ভাঙ্গা খুটি গুলো প্রতিস্থাপনসহ প্রায় দের কিঃমি পর্যন্ত আরো ৩৪টি নতুন খুটি স্থাপন করে বিদ্যুত সরবরাহের কাজ দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক অবস্থা ফিরে আনার আপ্রাণ চেষ্টা করছি।

আত্রাই উপজেলার সাহেবগঞ্জ এলাকার বাসিন্দা রমজান আলী বলেন, একে তো কয়েক দিন ধরে প্রচন্ড তাপ দাহ ,রাতের বেলায় বিদ্যুত না থাকায় প্রচন্ড গরমে ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে বড়ই কষ্টের মধ্যে আছি।

আত্রাই জোন পরিচালক আজিজুর রহমান পলাশ বলেন, বিদ্যুত পরিস্থিতি, বিকল্প বিদ্যুত ও বিদ্যুত সরবরাহ স্বাভাবিক রাখতে বিদ্যু বিভাগের সংশ্লিষ্টদের রীতিমতো হিমসিম খেতে হচ্ছে। তবে আশা করা যাচ্ছে আগামী ২/১দিনের মধ্যে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।

 

নিউজবাংলা/একে