নিউজবাংলা- ১৬ সেপ্টেম্বর, বুধবার:

ঢাকা: আসছে ডিসেম্বরে অনুষ্ঠিত হবে সুজুকি কাপ সাফ ফুটবল টুর্নামেন্ট। আজ দিল্লীতে হয়েছে সাফ ফুটবলের ড্র অনুষ্ঠান। বাংলাদেশ পড়েছে গ্রুপ ‘বি’তে। এই গ্রুপের অন্যান্য দল হলো- গত আসরের চ্যাম্পিয়ন আফগানিস্তান, ভুটান ও মালদ্বীপ।

 

গ্রুপ ‘এ’তে রযেছে সাফ ফুটবলের সবচেয়ে সফল দেশ ভারত। অপর তিন দল হলো- পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল।

২৩ ডিসেম্বর কেরালায় শুরু হবে সাফ ফুটবলের ১১তম আসর। শেষ হবে ৩ জানুয়ারি। মোট দল আটটি। গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল যাবে সেমিফাইনালে।

গত দশ আসরের মধ্যে ছয়বারই ট্রফি জিতেছে ভারত। একবার করে জেতা দেশগুলো হলো- বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও আফগানিস্তান। বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হয়েছিল ২০০৩ সালে।

নিউজবাংলা/একে