নিউজবাংলা- ১৯ সেপ্টেম্বর, শনিবার:

বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল:

টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে পুলিশের গুলিবিদ্ধ হয়ে তিন জন নিহতের ঘটনায় টাঙ্গাইল জেলা প্রশাসন ও পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে পৃথক দুটি তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া অভিযুক্ত পুলিশ সদস্যদের টাঙ্গাইল পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। শনিবার বিকেলে কালিহাতী থানায় সাংবাদিকদের এসব তথ্য জানান পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান।

তবে কতজন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে এ বিষয়ে কিছু জানাননি তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনসহ পুলিশ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। এদিকে বিকেল সাড়ে ৩টার দিকে স্থানীয় প্রশাসনের মাধ্যমে তিন জনের মৃতদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত,১৫ সেপ্টেম্বর কালিহাতীতে ছেলের সামনে মাকে ধর্ষণের প্রতিবাদে শুক্রবার বিকেলে ঘাটাইল-কালিহাতী এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে। এ মিছিলে বাধা দিলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ঘাটাইল উপজেলার সাতুটিয়া গ্রামের বাসিন্দা ফারুক (৩২), কালিয়া গ্রামের আলহাজের ছেলে শামীম (৩৫) ও কালিহাতী সদরের রবি দাসের ছেলে শ্যামল দাস (১৫) গুলিবিদ্ধ হয়ে মারা যান।

নিউজবাংলা/একে