নিউজবাংলা – ২০ সেপ্টেম্বর, রোববার:

ঢাকা: শৈশবে দাঁত তোলার কথা মনে পরে? এ নিয়ে কত স্মৃতিইনা আমাদের আছে! কেউ সুতো বেঁধে টেনে তুলেছেন কেউ বা চুল বেঁধে। কেউ আবার ডাক্তারের কাছে গিয়ে ইনজেকশন দিয়ে চিৎকার করতে করতে দাঁত তুলেছেন। কিন্তু এবার ঘটলো দাঁত তোলার এক অভিনব ঘটনা।

 

 

এটা যেসেই ঘটনা নয়! ড্রোন দিয়ে টেনে তোলা হল একটি ছোট মেয়ের দাঁত! মেয়ের বাবা নিজেই ঘটালো এই ঘটনা। ইউটিউবে প্রকাশ হওয়া এই অদ্ভুত দাঁত তোলার ভিডিও নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে।

ভিডিওতে দেখা যাচ্ছে বাগানের মধ্যে একটা ছোট মেয়ের দাঁতের সাথে সুতো বেঁধে তা আবার একটি ড্রোনের সাথে বেঁধে দেওয়া হয়েছে। এবার ড্রোনটিকে উড়িয়ে দেওয়া হল। ঊরে যাওয়া ড্রোনের প্রচন্ড টানে দাঁতটি সুতোর সাথে উঠে এলো।

বাবার এই কান্ডে মেয়েটিকে প্রথম থেকেই অনেক উত্সাহী লাগছিল এবং এ ক্ষেত্রে সে অনেক সাহসী ভূমিকা পালন করেছে। ড্রোনের সফল দাঁত তোলা অভিযানে। সকলেই অনেক খুশি ও উত্তেজিত ছিলো। -সূত্র: মেট্রো।

নিউজবাংলা/একে