নিউজবাংলা – ২০ সেপ্টেম্বর, রোববার:
ঢাকা: শৈশবে দাঁত তোলার কথা মনে পরে? এ নিয়ে কত স্মৃতিইনা আমাদের আছে! কেউ সুতো বেঁধে টেনে তুলেছেন কেউ বা চুল বেঁধে। কেউ আবার ডাক্তারের কাছে গিয়ে ইনজেকশন দিয়ে চিৎকার করতে করতে দাঁত তুলেছেন। কিন্তু এবার ঘটলো দাঁত তোলার এক অভিনব ঘটনা।