‘এ’ টাইগারদের শুভ সুচনা
নিউজবাংলা – ২০ সেপ্টেম্বর, রোববার:
ঢাকা: প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতায় বাংলাদেশ ও ভারত ‘এ’ দলের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। তাই আজকের তৃতীয় ম্যাচটি অঘোষিত ফাইনাল দুই দলের কাছে।
ভারত ‘এ’ দলের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে বল হাতে মাঠে নেমেছে মুমিনুলদের বাংলাদেশ ‘এ’ দল।
ব্যাঙ্গালুরুতে রবিবার টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক ভারত। দ্বিতীয় ম্যাচের অপরিবর্তিত দল নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।
এখন পর্যন্ত ভারতের সংগ্রহ এক উইকেটের বিনিময়ে পাঁচ রান। মৈনাক আগরওয়ালকে ফিরিয়েছেন পেসার শফিউল ইসলাম।
এর আগে প্রথম ম্যাচে ব্যাট ও বল হাতে বড় বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল। ওই ম্যাচে তাসকিন আহমেদের ইনজুরির সঙ্গে সঙ্গে ৯৬ রানের বড় হার মানতে হয় সফরকারী দলকে। ৩২৩ রানের লক্ষ্য খেলতে নেমে ২২৬ রানেই গুটিয়ে যান মুমিনুলরা।
দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। নাসির হোসেনের ঝড়ো শতকের সঙ্গে পাঁচ উইকেট তুলে নিয়ে ৬৫ রানের জয় পায় সফরকারী দল। ম্যাচে আগে ব্যাট করতে নেমে ভারতকে ২৫৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিলো বাংলাদেশ দল।
নিউজবাংলা/একে