নিউজবাংলা – ২০ সেপ্টেম্বর, রোববার:

এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের পৌর এলাকার অনন্তপুর জামায়াত-শিবিরের অফিস থেকে ৩ শিবির কর্মীকে জেলা শিবিরের অর্থ-সম্পাদক আশরাফুলসহ ৩ জনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গতকাল রবিবার  দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালিয়ে অনন্তপুর জামায়াত-শিবিরের অফিস থেকে তাদের তাদের আটক করা হয়।
আটকৃত অন্যরা হলেন, মাধবপুর উপজেলা শিবিরের অর্থ-সম্পাদক জিয়াউর রহমান (২৫), হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজের শিবির সভাপতি মোজাহিদুল ইসলাম (২৫)। এ সময় তাদের কাছ থেকে জিহাদী বই ও লিপলেট পাওয়া যায়।
হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) আব্দুল করিম জানান, আটকৃরা শহরের অনন্তপুর এলাকার জামায়াত-শিবিরের অফিস গোপন বৈঠকের মাধ্যমে নাশকতার পরিকল্পনা করছিলেন।

নিউজবাংলা/একে