বকশীগঞ্জে ব্র্যাকের উদ্যোগে আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিউজবাংলা – ২০ সেপ্টেম্বর, রোববার:
একে এম নুর আলম নয়ন, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের বকশীগঞ্জে “ছাত্র-ছাত্রীদের উন্নতির জন্য ক্লাসের বই পড়াই যথেষ্ট নয়” বিষয় নিয়ে আন্তঃ উপজেলা পর্যায়ে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের বিতর্ক প্রতিযোগিতা রোববার দুপুরে অনুষ্ঠিত হয়।
ব্র্যাক পেইস কর্মসূচির উদ্যোগে বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ওই বির্তক প্রতিযোগিতায় ৪ টি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অংশ নেন। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় ব্র্যাক পেইস কর্মসূচির পিও মোস্তফা জামানের সভাপতিত্বে এসময় বক্তৃতা করেন বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র বর্ম্মণ , আলীর পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, জানকিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুল মালেক ।
এতে মডারেটর ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন। বিচারক ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার তাহমিনা আক্তার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু ও সহকারী শিক্ষিকা জান্নাতুন লায়লা।
আলীরপাড়া মফিজ উদ্দিন বহুমুখি উচ্চ বিদ্যালয়, সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়, জানকিপুর উচ্চ বিদ্যালয় ও হাসিনা গাজী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নিয়ে আলীরপাড়া উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিজয়ী হয়।
নিউজবাংলা/একে