নিউজবাংলা – ২০ সেপ্টেম্বর, রোববার:

ঢাকা: কয়েক বছর ধরে তীব্র মতবিরোধের পর নেপালের পার্লামেন্টে পাশ হওয়া নতুন সংবিধানটি আজ রবিবার থেকে কার্যকর হচ্ছে। এদিকে নতুন সংবিধান প্রণয়ন করায় নেপাল সরকার ও জনগণকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার রাতে নেপালের কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলিতে ৬০১ সদস্যের মধ্যে ৫০৭ জন নতুন এই সংবিধানের পক্ষে ভোট দেন। যদিও ছোট ছোট দলের সদস্যরা এই ভোট বর্জন করে।

নতুন সংবিধানে নেপালকে সাতটি প্রদেশে ভাগ করা হয়েছে। এসব ভাগ নিয়ে বৈষম্যের শিকার হওয়ার আশঙ্কায় সম্প্রতি সংখ্যালঘু নৃগোষ্ঠীগুলো উত্তেজিত হয়ে বিক্ষোভে নেমেছিল। তাদের বিক্ষোভ সহিংসতায় রূপ নিলে অন্ততপক্ষে ৪০ জন নিহত হন।

রাজতন্ত্র বিলোপের পর বিশ্বের একমাত্র হিন্দুরাষ্ট্র নেপালকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র করা হয়। নতুন সংবিধানেও রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ চরিত্র বজায় রাখা হয়েছে।

তবে হিন্দুধর্মীয় গোষ্ঠীগুলো এর বিরুদ্ধে বিক্ষোভ করে নেপালকে ফের হিন্দুরাষ্ট্র ঘোষণার দাবি জানিয়েছে।

নতুন সংবিধান পাস হওয়ার পর ট্যুইটারে প্রধানমন্ত্রী সুশীল কৈরালা বলেছেন, “জনতার সংবিধান পাস হওয়া সব নেপালিদের জন্যই গর্বের বিষয়।”

উল্লেখ্য, ২০০৮ সালে নেপালে রাজতন্ত্র অবসান হওয়ার পর থেকে একটি অন্তর্বর্তী সংবিধান দিয়ে দেশ চালানো হচ্ছিল।

নিউজবাংলা/একে