ঢাকা: সরকার দেশের মানুষের পাশাপাশি বিদেশী নাগরিকদেরও নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
তিনি বলেছেন, দেশে এখন কারো জীবনের নিরাপত্তা নেই।
সোমবার বেলা সোয়া ১১টায় বনানীতে জাপা চেয়ারমঅনের কার্যা্লয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এরশাদ বলেন, “সরকার দেশে আইনের শাসন দিতে ব্যর্থ হয়েছে। সুশাসন দিতে ব্যর্থ হয়েছে।” তিনি বলেন, “সুশাসন ছাড়া গণতন্ত্র অর্থহীন।”
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, সাংবিধানিকভাবে দেশের সব মানুষের সমান অধিকার পাওয়ার কথা। কিন্তু দেশে তা অনুপস্থিত।
সরকার দলীয় ক্যাডারদের নিয়ন্ত্রণে ব্যর্থ দাবি করে প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ বলেন, প্রশাসনের ছত্রচ্ছায়ায় দেশে নৈরাজ্য চলছে।