নিউজবাংলা: ৫ অক্টোবর –সোমবার:
ঢাকা: সেই হামলাকারী যুবকের ১৩টি আগ্নেয়াস্ত্র ছিল। তার মধ্যে ছয়টি আগ্নেয়াস্ত্র সঙ্গে নিয়েছিলেন গত বৃহস্পতিবার হামলা চালায় ক্রিস হার্পার মার্সার। ওই হামলায় যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের একটি কলেজে গুলি করে ৯ জন নিহত হয়।
