নিউজবাংলা: ৬অক্টোবর, মঙ্গলবার:

ঢাকা: জাতীয় দলে সোহাগ গাজীর অভিষেক ঘটেছিল ধ্রুবতারা হিসাবে। কিন্তু বেশিদিন না গড়াতেই নিষেধাজ্ঞার কবলে পড়েন তিনি।

কয়েক মাস আগে নিষেধাজ্ঞা কাটিয়ে ওঠা সোহাগ গাজী মন দিয়েছেন জাতীয় লিগে। এখানে নজর কাড়ার মত পারফর্ম করলেন তিনি।

সোহাগ গাজীর বোলিং ণৈপুন্যে অলআউট হয়েছে সিলিট বিভাগ। বরিশাল বিভাগ প্রথম ইনিংসে ৫২৭ রান করে ইনিংস ঘোষণা দেয়। টেস্ট গড়নের এই টুর্নামেন্টে জবাবে একেবারে খারাপ করেননি অলককাপালিরা। ৪০০ রান করে অলআউট হয়েছে তারা।
বোলিং আক্রমণে সোহাগের যোগ্য সঙ্গী হয়েছেন ব্যাট হাতে ডাবল সেঞ্চুরি করা মোসাদ্দেকও।

সোহাগ গাজী একাই নেন প্রতিপক্ষের মূল্যবান ৪টি উইকেট। মোসাদ্দেক নেন দুটি। অন্যদিকে মনির ২টি এছাড়া তাওহিদ ও আল আমিন ১টি করে উইকেট শিকার করেন। সোহাগ গাজীর বোলিং ণৈপুন্যে সর্বশেষ রিপোর্টে বরিশাল বিভাগ ১২৭ রানে এগিয়ে রয়েছে।

নিউজবাংলা/একে