নিউজবাংলা: ৬অক্টোবর, মঙ্গলবার:

জামালপুর প্রতিনিধি
বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর নামাপাড়া গ্রামের একটি নিরীহ পরিবারের উপর হামলা করেছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তির সাঙ্গোপাঙ্গোরা। অতর্কিত এ হামলায় শারীরিক প্রতিবন্ধি জয়নাল আবেদিন গুরুতর আহতবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিরীহ ওই পরিবারের উপর হামলার ঘটনায় বকশীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে ৩০ সেপ্টেম্বর বুধবার রাত আনুমানিক ১১ টার দিকে।
জানাগেছে, জানকিপুর নামাপাড়া গ্রামের মিছিল শেকের পরিবারের সঙ্গে পাশ্ববর্তী দাড়িপুরা গ্রামের দুদু মিয়া ও সাদ্দাম মিয়ার বিরোধ চলে আসছে। বিরোধের জের ধরে ঘটনার দিন রাতে প্রভাবশালী দুদু মিয়ার নেতৃত্বে সংঘবদ্ধ একটি দল মিছিল শেকের বাড়িতে অতর্কিত হামলা চালায় । এসময় মিছিল শেকের ঘরে ভাংচুর ও দেড় লাখ টাকা ছিনিয়ে নেয় হামলাকারীরা। হামলায় মিছিল শেকের ভাই প্রতিবন্ধি জয়নাল আবেদিন মারাত্মক আহত হয়। পরে তাকে বকশীগঞ্জ হাসপাতালে নেয়া হলে কত্যব্যরত চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে জয়নাল আবেদিন চিকিৎসাধীন রয়েছে।
এদিকে হামলার ঘটনা ও টাকা ছিনতাইয়ের ঘটনায় ৩ অক্টোবর বকশীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে মিছিল শেক।
এ ব্যাপারে বকশীগঞ্জ থানার উপ-পরিরদর্শক নয়ন দাস জানান, অভিযোগ পেয়েছি ,তদন্ত চলছে , তদন্ত শেষে ব্যবস্থা হবে।

নিউজবাংলা/একে